Wednesday, March 4, 2009

ইন্টারনেট থেকে অর্থ উপার্জনের সহজ উপায়

ইন্টারনেট থেকে অর্থ উপার্জনের সহজ উপায়


অনেক ওয়েবসাইট আছে যেখানে সদস্য হলে তারা কিছু বিজ্ঞাপন লিংক প্রদর্শণ করে এবং এগুলো ক্লিক করা হলে এর বিনিময়ে নিদ্রিষ্ট পরিমান অর্থ পরিশোদ করে থাকে ।পরবর্তিতে একটি নিদ্রিষ্ট পরিমান অর্থ জমা হলে খুব সহজেই সেটা উত্তোলন করা যাই ।এ কাজটি করার জন্য খুব বেশি পরিমান কম্পিউটার দক্ষতার প্রয়োজন হয় না , শুধুমাত্র Internet Browser করতে পারলেই যঠেষ্ট ।এ জন্য একটি ইন্টারনেট কানেশন সহ কম্পিউটার প্রয়োজন হয় তবে সাইবার ক্যাফে থেকেও এটি সম্পন্ন করা যায় ।প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ ঘন্টা সময় এ কাজটির পেছনে ব্যায় করলেই যঠেষ্ট ।খুব সহজ মনে হচ্ছে না , আসলেই কিন্তু খুব সহজ।এবার এমন কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া




Depacco.com
এ সাইটে সদস্য হয়ে (Sign Up) বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করা যায় ।সফলভাবে সদস্য হওয়ার পর আপনাকে ১০০ ইউরো পরিশোধ করা হবে ।এর পর থেকে আপনি এ সাইট থেকে সরবারাহ ক্‌ত বিজ্ঞা
পন লিংক ক্লিক করার মাধ্যমে ৫ইউরো এবং ইমেল চেক করার মাধ্যমে ১০ ইউরো প
র্যন্ত উপার্জন করতে পার
বেন ।উল্লেখিত প্রক্রিয়া ছাড়াও আপনি বদ্ধু ও পরিচিতদের সদস্য করিয়ে দেওয়ার মাধ্যমেও উপার্জন করতে পারবেন ।
রেজিষ্টেশন প্রক্রিয়া:
রেজিষ্টেশেনর জন্য এখানে ক্লিক করুন


এর পর এখান থেকে Open An Account -button- টি Press করুন।পরবর্তি পর্যায়ে আপনার কাছে আপনার ইমেল ঠিকানা চাওয়া
সেখানে ইমেল ঠিকানা দিয়ে continue করুন ।আপনার ইমেল ঠিকানাই একটি লিংক পাঠানো হবে ।লিংক টি ওপেন করুন।এরপর একটি ফর্ম
পেইজ প্রদর্শিত হবে।



ফর্ম টি মনোযোগ দিয়ে ফিলাপ করুন।এখানে একটি বিষয় খুবই গুরুত্ত্বপূর্ণ ,



সেটা হ
লো Select A Payment Method- box থেকেmoneybookers Select করুন।(moneybookers এ রেজিষ্টেশেনর জন্য এখানে ক্লিক করুন )moneybookers এর সদস্য হওয়ার পর আপনাকে একটি ID
নম্বর দেওয়া হবে।সেটা Payment Account ID ঘরে পূরণ করুন।(moneybookers সম্পর্কে বাংলাদেশে টাকা আনার পদ্ধতি বিষয়ক লেখাতে বিস্তারিত আলোচনা করা হলো।) সর্বশেষে ফর্মটি SUBMIT করূন।
অতএব দেরি না করে এখনই শুরু করুন ঘরে বসে টাকা উপার্জন।


MoneyBookers =>A Big Solution of E-Money Transfer.

বিভিন্ন
ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ করতে গেলে আমাদের দেশে সবচেয়ে বড় যে
সমস্যাটির সম্মুখীন হতে হয় তা হলো দেশে টাকা আনা ।কষ্ট করে বৈদেশিকমুদ্রা আয় করে তা যদি দেশে না আনা যাই তবে সব চেষ্টায় ব্‌থা ।কিছু কিছু
ওয়েবসাইট সরাসরি চেকের মাধ্যমে অর্থ পাঠিয়ে থাকে ।বিষয়টি বেশ ঝুকিপূর্ণবিধায় সব ওয়েবসাইট থেকে এ পদ্ধতিতে অর্থ উত্তোলন করা সম্ভব নয়।এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সমাধান হচ্ছে
moneybookers
moneybookersএর মাধ্যমে প্রায় সব ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকেই অর্থ উত্তোলন করা যায় ।
নিচে moneybookers এ Account Open এবং দেশে অর্থ আনার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ।

সর্বপ্রথম MoneyBookers সাইট এ প্রবেশ করার জন্য
MoneyBookers এর ওয়েব পেইজ প্রদর্শিত হবে।


রেজিষ্টেশনের জন্য REGISTER অথবা Sing up now -button টি ক্লিক করূন।একটি ফর্ম পেইজ প্রদর্শিত হবে




পেইজ
টিতে সর্বপ্রথম আপনার ইমেল ঠিকানা দিন ।পরবর্তি ধাপে একটি Password দিন
।এখানে দুই ধরনের Account Open করা যায় ।আপনি যদি ব্যক্তিগত Accountখুলতে চান তবে Personal Account Option টি Select রাখুন ,আর যদি Company
এর জন্য খুলতে চান তবে Company Account Option টি Select করুন ।পরবর্তি
পর্যায়ে দেশের নাম ,মূদ্রা(যা মূদ্রাটি আপনি এখানে ব্যাবহার করতে চান।যেমন ,ডলার,ইউরো ইত্যাদি ),ভাষা ও নিরাপত্তা কোড টাইপ করে Next ক্লিক
করুন ।প্রদানক্‌ত তথ্য গুলো সঠিক কিনা সেটা যাচায়ের MoneyBookers এর পক্ষ
থেকে জন্য একটি বিশেষ লিংক সম্বলিত মেইল আপনার ই-মেইল ঠিকানাই পাঠানো হবে
।এজন্য আপনার মেইল বক্স চেক করুন এবং লিংক টিতে ক্লিক করুন ।
নতুন একটি ফর্ম পেইজ প্রদর্শিত হবে ।

ফর্মটিতে
আপনার ব্যাক্তিগত তথ্যাবলী চাওয়া হবে ।এখানে আপনার সম্পূন্ন নাম, বর্তমান
ঠিকানা , জন্ম তারীখ ইত্যাদি তথ্যগুলো পূরণ করূন ।ফর্মটি পূরন করা শেষ হলে
Next -button ক্লিক করূন।

এর কাজ মোটামুটি এখানে সমাপ্ত ।Moneybookers এর পক্ষ থেকে আপনাকে একটি Customer ID দেওয়া হবে ,এটি সংরক্ষন করূন ।
Account Opening এর কাজ শেষ হলেও সঠিক ভাবে অর্থ উত্তোলনের জন্য আপনাকে আরো দুটি পর্যায়ের কাজ সম্পন্ন করতে হবে ।
১ ।আপনার বর্তমান ঠিকানা Verify করা ।
২ ।বাংলাদেশে অবস্থিত আপনার একটি ব্যাংক Account এর তথ্য প্রদান করা ।
বিষয় দুটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো ।

প্রথমত
ঠিকানা Verify করার জন্য আপনার Moneybookers Account এ Log In করুন
।লক্ষ্যকরুন Summary option এর অধীনে Account status এর নিচে Address এর
পাশে Verify নামে একটি option রয়েছে ,সেখানে ক্লিক করুন ।প্রথমে আপনার
ঠিকানা নির্ভুল আছে কিনা ভালো করে দেখে নিন ,সঠিক থাকলে Confirm করুন
।Moneybookers এর পক্ষ থেকে ৬ সংখ্যার একটি গোপন কোড সহ একটি চিঠি আপনার
ঠিকানায় পাঠানো হবে ।চিঠিটি পাওয়ার পর কোডটি আপনার Account এর নিদ্রিষ্ট
স্থানে পূরণ করুন ।এভাবে আপনার ঠিকানা Verify এর কাজ সম্পন্ন হবে ।

দ্বিতীয়ত
Bank Account এর বিবরণ যুক্ত করার জন্য Account status এর নিচে Bank
Account এর পাশে Add -button টি ক্লিক করুন ।আপনার কাছে নিদ্রিষ্ট ব্যাংক
এর Swift কোড চাওয়া হবে ।Swift কোড জানার জন্য বাংকে গিয়ে জিঙ্গাসা করুন
আথবা যে ব্যাংক এ আপনার Account রয়েছে সেই ব্যাংক এর ওয়েবসাইট ভিজিট
করুন ।এখানে কয়েকটি ব্যাংক এর Swift কোড তুলে দেওয়া হলো ।
1. Sonali Bank-----------------BSONBDDHLOD.
2. HSBC Bank----------------HSBCBDDH.
3. Eastern Bank---------------EBLDBDDH.
4. DBBL----------------DBBLBDDH.

Swift
কোড পূরণ করে Next button ক্লিক করুন ।এ পর্যায়ে আপনার Account Number টি
চাওয়া হবে ,Account Number পূরণ Next button ক্লিক করুন ।আপনার Bank
Account টি আপনার Moneybookers Account এ যুক্ত হয়ে যাবে ।এখন আপনার Moneybookers Account টি দেশে টাকা আনার জন্য সম্পন্ন তৈরি ।


*অর্থ উত্তোলন:
অর্থ উত্তোলনের জন্য প্রথমে ফ্রিল্যাসিং ওয়েবসাইটে গিয়ে আপনার Account এ
Moneybookers এর Customer ID দিয়ে withdrawal request করুন , ফলে
ফ্রিল্যাসিং ওয়েবসাইট থেকে আপনার অর্থ Moneybookers Account চলে আসবে
।এবার আপনার Moneybookers Account এ Log In করে withdrawal request করুন
।Moneybookers আপনার অর্থ আপনার ব্যাংক হিসাবে পাঠিয়ে দেবে ।এভাবে আপনি
আপনার কষ্টার্জিত অর্থ খুব সহজেই দেশে আনতে পারবেন ।