Wednesday, March 4, 2009

ইন্টারনেটে সহজে ডলার আয় ! একটা "কিন্তু" আছে...

ইন্টারনেটে টাকা আয় করার জন্য বিভিন্ন লেখাতেই অনেক নিয়ম-কানুন দেয়া হয়েছেকিন্তু সবচেয়ে জরুরী একটা বিষয় যেন সবাইলুকিয়েই রাখছেন। আর তা হল Minimum Payout. এর বিষয় টা  যারা এভাবে আয়ে সাহী তারা সাধারণত না জেনেই Sign Up করে ফেলেন  তাই তাদের জন্য বলছি যথেষ্ঠ সংখ্যক Reffared user না থাকলে এইসব Incoming Site গুলোতে Minimum Payout জমা হতে  সর্বনিম্ন ১০০ দিন থেকে ৩০০ দিন পর্যন্ত সময় লাগতে পারে  এই Minimum Balance জমা হওয়ার পরেইকেবল আপনি টাকা পাওয়ার আশা করতে পারেন  তার আগে নয়  পদ্ধিতটা অতটা কঠিন নয়শুধু সময়ের ব্যাপার মাত্র