Wednesday, March 4, 2009
ইন্টারনেটে সহজে ডলার আয় ! একটা "কিন্তু" আছে...
ইন্টারনেটে টাকা আয় করার জন্য বিভিন্ন লেখাতেই অনেক নিয়ম-কানুন দেয়া হয়েছে, কিন্তু সবচেয়ে জরুরী একটা বিষয় যেন সবাইলুকিয়েই রাখছেন। আর তা হল Minimum Payout. এর বিষয় টা । যারা এভাবে আয়ে উৎসাহী তারা সাধারণত না জেনেই Sign Up করে ফেলেন । তাই তাদের জন্য বলছি যথেষ্ঠ সংখ্যক Reffared user না থাকলে এইসব Incoming Site গুলোতে Minimum Payout জমা হতে সর্বনিম্ন ১০০ দিন থেকে ৩০০ দিন পর্যন্ত সময় লাগতে পারে । এই Minimum Balance জমা হওয়ার পরেইকেবল আপনি টাকা পাওয়ার আশা করতে পারেন । তার আগে নয় । পদ্ধিতটা অতটা কঠিন নয়, শুধু সময়ের ব্যাপার মাত্র